এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৫ অক্টোবর) : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
২৪ অক্টোবর (মঙ্গলবার) গভীর রাতে উত্তর ধূরুং ইউনিয়নের সতরুদ্দিন এলাকায় অভিযান চালিয়ে মোঃ তারেক (২৯) নামের ওই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। তারেক ওই এলাকার সেন্ট্রাল মাঝির ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস।
অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন,এসআই বদিউল আলমসহ পুলিশের একটি টিম। ২৫ অক্টোবর (বুধবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy