নজরুল ইসলাম, কুতুবদিয়া(২৬ অক্টোবর) :: কুতুবদিয়ায় নারী জাগরণ সমিতি গঠনের লক্ষ্যে এক প্রাক-প্রস্তুতি সভা শুক্রবার (২৬ অক্টোবর) দক্ষিণ ধূরুং ডিংগা ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা মাসুদ‘র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহিলা সংস্থার সাবেক সভানেত্রী,নারী ও কুঠির শিল্প সংগঠক প্রধান শিক্ষিকা নুরুন নাহার সোলতানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলী আকবর ডেইল ইউপি‘র সদস্যা মাহবুবা বেগম, সদস্যা আনোয়ারা বেগম, সদস্যা নাসিমা আক্তার, দক্ষিণ ধূরুং ইউপি‘র সদস্যা শাহিনুর আক্তার, সদস্যা জেসমিন আক্তার,কৈয়ারবিল ইউপি‘র সদস্যা হাসানুজ্জাহান রোজী, সদস্যা রওশন আরা, সদস্যা ফরিদা বেগম, লেমশীখালী ইউপি‘র সদস্যা মনির্ াবেগম ও সদস্যা উর্মি আক্তার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৬ ইং সালে কুতুবদিয়ায় নারী উন্নয়নের প্রতিকৃত ও সয়ল সংগঠক বেগম নুরুন নাহার নেতৃত্বে গঠিত কুতুবদিয়া নারী কল্যাণ সমিতি আবার নতুনভাবে নতুন “ কুতুবদিয়া নারী জাগরণ সমিতি’’ নামে নারী নির্যাতন প্রতিরোধ,বাল্য বিয়ে রোধ,সামাজিক উন্নয়ন,সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও নারী স্বার্থ রক্ষার মূল লক্ষ্য নিয়ে কক্সবাজার জেলা পরিষদ সদস্যা মোশাররফা জান্নাত এর উদ্যোগে উপজেলায় নারী জাগরণ সমিতি গঠনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এতে উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ২‘শ নারী অংশ গ্রহণ করেন।
Posted ১১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Chy