এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(১ অক্টোবর) :: কুতুবদিয়ায় পৃথক পৃথক অভিযানে তিন জলদস্যুকে আটক করেছে পুলিশ ।
গত শনিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কৈয়ারবিল ইউনিয়ন থেকে মৃত শাকের হোছাইনের পুত্র অমিত হাছান (২৪), উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজ্যা পাড়া থেকে হাজি মোস্তাক আহমদের ছেলে মোঃ কাইছার (২৮) ও আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়ার থেকে ছৈয়দ নুরের ছেলে ইয়াছিন (৩৫) কে আটক করে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস। তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে।
আটক তিন জলদস্যুকে রবিবার দুপুরে কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে, জানান তিনি ।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy