নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৮ নভেম্বর) :: সারা দেশে একযোগে শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনেই কুতুবদিয়ায় ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তার মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী হলো ১০৫ জন্য এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ৩২ জন।
উপজেলা শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যমতে, উপজেলার ছয় ইউনিয়নের ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। উপজেলায় এবারের সমাপনী পরীক্ষায় ডিআর ভুক্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪২০ জন। তার মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ২৯৪৭ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ৪৭৩ জন।
১৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত ইংরেজী বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ছিল ২৮৪২ জন্য এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ছিল ৪৪১ জন। প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে বালক ৬৩ জন এবং বালিকা ৪২ জন।
অন্যদিকে ইবতেদায়ী সমাপনীতে অনুপস্থিত বালকের সংখ্যা ১৫জন এবং বালিকা ১৭জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সবচেয়ে বেশী পরীক্ষার্থী অনুপস্থিত দেখা গেছে উত্তর ধুরুং ইউনিয়নের ছমুদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে।
এ কেন্দ্রে ১৩৮ জন ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৮জন। আর প্রাথমিক সমাপনীতে সবেচেয়ে বেশী পরীক্ষার্থী অনুপস্থিত ছিল কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
এ কেন্দ্রে ৬৫৯ জন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২২ জন এবং ইবতেদায়ীতে ২ জন পরীক্ষার্থী। এর পর কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিল ২০ জন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী এবং ২ জন ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী।
অন্যান্য কেন্দ্রের মধ্যে ধুরুং আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিল ইবতেদায়ীতে ৩ জন এবং প্রাথমিকে ১২ জন, লেমশীখালী কেন্দ্রে অনুপস্থিত ইবতেদায়ীতে ৬ জন এবং প্রাথমিকে ১৫ জন, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল কেন্দে অনুপস্থিত ইবতেদায়ীতে ১জন এবং প্রাথমিকে ৮ জন।
এব্যাপারে কুতুবদিয়া উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান বলেন, উপজেলার ছয়টি কেন্দ্রে মনোরম পরিবেশে অনুষ্ঠিত ইংরেজী বিষয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলো যাতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হতে পারে সে জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
উপজেলায় এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৬.৪৭ শতাংশ এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৯৩.২৩ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।
Posted ৬:২১ অপরাহ্ণ | রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy