নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া গাঁজার গাছসহ কাইয়ুম (৪০) নামের আরও একব্যক্তিকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ৷ সে বড়ঘোপ মাতবর পাড়া এলাকার মোঃ ছৈয়দের ছেলে।
১ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বড়ঘোপ মাতবর পাড়া এলাকা থেকে ১০টি গাঁজার গাছসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছেন, কাইয়ুম বাড়ির পেছনে গোপনে গাঁজা চাষ করে আসছিল।
বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে কুতুবদিয়া থানার একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখানে ১০টি ছোটবড় গাঁজা গাছ দেখতে পান তাঁরা৷ দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে গাঁজার গাছ নিশ্চিত হয়ে গাছগুলি জব্দ করা হয়।
বাড়ির মালিক কাইয়ুমকে আটক করা হয়৷ কাইয়ুমের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার।
এর আগে ১০ মে’২২ বড়ঘোপের ঘোনার মোড় ক্ষেত থেকে ১৪টি গাঁজার গাছসহ ফরিদুল আলমকে আটক করে পুলিশ৷ এ নিয়ে উপজেলায় দ্বিতীয় বারেরমত গাঁজার গাছ উদ্ধার করা হলো।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২
coxbangla.com | Chanchal Chy