নজরুল ইসলাম,কুতুবদিয়া :: “উন্নত সেনিটেশন নিশ্চত করি,করোনা মুক্ত জীবন গড়ি” স্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় উদযাপন করা হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস।
বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী আশিকুর রহমান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রজব আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাছান কুতুবী।
এতে জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy