নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৩ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়ায় ভূমিসেবা সহজিকরণ করার লক্ষ্যে সাধারণ জনগনের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি জানতে আগামী ২৬ আগস্ট গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সহজিকরণ বিষয়ক এ গণ শুনানি অনুষ্ঠিত হবে।
এলাকার সম্মানিত সেবা প্রার্থীদের উক্ত সময়ে গণশুনানিতে উপস্থিত থেকে সুচিন্তিত মূল্যবান মতামত, পরামর্শ প্রদান করে ভূমিসেবা সহজিকরণে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী।
উল্লেখ্য, প্রতি বুধবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy