নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় মাটিভর্তি লাল গাড়ি (মাহিন্দ্রা) দূর্ঘটনায় আসিফ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার মধ্যম কৈয়ারবিল মফজল হাজী পাড়ার মোঃ ইদ্রিসের শিশু সন্তান।
এলাবাসির সূত্রে জানা যায়, জমি থেকে মাটি লোড করে লাল গাড়িতে (মাহিন্দ্রা) কৈয়ারবিল এলাকার একটি ব্রিকফিল্ডে সরবরাহ দিচ্ছিল ড্রাইভার মিজান।
তার গাড়িতে দূর্ঘটনার শিকার হয়ে মারা যায় শিশুটি।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে সকাল ১১টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি জানাজানি হলে কুতুবদিয়া থানা পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ওসি মোঃ জালাল উদ্দিন বলেন, বিধি মোতাবেক লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
শিশুটির মা আফিয়া বেগমের আহাজারিতে ভারি হয়ে আসে এলাকার পরিবেশ।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy