নজরুল ইসলাম,কুতুবদিয়া(৩ জানুয়ারী) :: কুতুবদিয়ায় নতুন বছরের শুরুতেই শিশুদের হাতে হাতে বই। নতুন বই পেয়ে মহাখুশি কোমলমতি শিশুরা। বই হাতে শিশুদের কলকাকলী ও বইয়ের সুঘ্রানে মুখরিত পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
১লা জানুয়ারী কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের পর এই চিত্র চোখে পড়ে। ওই দিন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর আখতার আলম। ওই দিন তিনি শিক্ষার্থীদের শিশুদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন।
তিনি শিশুদের জিজ্ঞেস করেন- নতুন বছরের শুরুতেই নতুন বই কে দিয়েছে? শিশুরা চিৎকার করে বলে উঠল “প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। শিশুরা আরো বলে “আমাদের বিস্কুট দেয়,সুন্দর সুন্দর গল্পের বই সহ অনেক কিছু দেয়”।
শিশুদের প্রতিদিন দাত ব্রাশ করা, নিয়মিত গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিয়মিত লেখা-পড়া করার পরামর্শ দিয়ে ভালো ফলাফল অর্জনকারীকে পুরুষ্কার প্রদানের উৎসাহ দিয়ে সরকার কর্তৃক বিনামূল্যে বই প্রদান উৎসব সমাপ্ত ঘোষণা করেন তিনি। পরে শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy