বিশেষ প্রতিবেদক,কুতুবদিয়া(২ অক্টোবর) :: কুতুবদিয়া উপজেলায় সোমবার সন্ত্রাসীর দা’র কোপে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
উত্তর ধূরুং মদন মিয়াজীর পাড়ার কবির হোছাইনের বিবাহিত মেয়ে নাছরিন আখতার (২২) বাপের বাড়ীতে বেড়াতে এসে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসী হাবিব উল্লাহর দা’র কোপেই আহত হয়েছে বলে আশ-পাশের লোকজনের ভাষ্যে জানা গেছে।
এ সময় ২৭ হাজার টাকা দামের স্বর্ণালঙ্কার নিয়ে যায় ওই সন্ত্রাসী।
আহত মহিলাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফোর করেছেন।
আহত মহিলার মা উম্মে হাবিবা বাদী হয়ে দায়ী সন্ত্রাসীকে আসামী করে এজাহার দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মুহাম্ম হোছাইন।
Posted ১:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy