এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(৯ সেপ্টেম্বর) :: কুতুবদিয়ায় সন্ত্রাসী কায়দায় খতিয়ানভুক্ত জমি জবর দখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী ভূমি দস্যুরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের মশরফ আলী সিকদার পাড়ায় । এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে জমির মালিক নুরুল কবিরের স্ত্রী খতিজা বেগম।
তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে কুতুবদিয়া থানায় ১৩ জনকে আসমী করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন জমির মালিক নুরুল কবির।
প্রত্যক্ষদর্শী বাদশা,হারুন,মনির,নাঈমসহ এলাকাবাসীরা নিশ্চিত করেছেন। ৮ সেপ্টেম্বর সকালে ওই এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে মনির উল্লাহর নেতৃত্বে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে একই এলাকার নুরুল কবিরের মালিকানাধীন ২৮ শতক জমি জবর দখলের চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সন্ত্রাসীদের দায়ের কোপে নুরুল কবিরের স্ত্রী খতিজা বেগমের মাথা কেটে রক্তাক্ত ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করায় তার আত্মীয় স্বজন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে সাধারণ জনগণ আতংকগ্রস্থ হয়ে পড়ে। পরে কুতুবদিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে থানা সূত্রে জানা যায়। তবে এলাকাবাসী জানান উভয় পক্ষের মধ্যে যে কোন মূহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা রয়েছে।
এব্যপারে জমির মালিক নুরুল কবির বলেন, আলী আকবর ডেইল মৌজার বিএস খতিয়ান নং-৪৮০,সৃজিত খতিয়ান নং-২৪৫২,২৪৫৩,২৪৫৪ ও বিএস দাগ নং-৭৭৮৭ দাগে ২৬ শতক ও ৭৭৭৬ দাগে ২ শতকসহ মোট ২৮ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি।
কিন্তু কিছু দিন ধরে ওই জমির মালিকানা দাবী করে এলাকার প্রভাবশালী জঙ্গী ও ভূমিদস্যু মনির উল্লাহ ও মৌলভী নেছারুল হক উক্ত জমির মালিকানা দাবী করে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি ওই জমি জবর দখলের জন্য তারা একাধীকবার আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় এবং আমি ও আমার পরিবারের সদস্যদের রক্তাক্ত জখম করে।
তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানা ও আদালতে জিআর ০৩/১৭নং,সিআর-২০/১৬নং, ৩৭/১৭নং সহ একাধিক মামলা রয়েছে।
এসব মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। মূলত মনির উল্লাহ ও মৌলভী নেছারুল হক এলাকার চিহ্নিত জঙ্গি ও ভূমিদস্যু। তারা উপজেলা জ্বালাও-পুড়াও মামলার আসামীও।
এব্যপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে বিবাাদী পক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিধায় বক্তব্য দেয়া যায়নি।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy