নজরুল ইসলাম,কুতুবদিয়া(৮ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। একদল স-শস্ত্র ডাকাতদল উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সারের ডিলার ও লবণ ব্যবসায়ী মোঃ হাশেমকে মেরে রক্তাক্ত করে ১০ লাখ টাকা নিয়ে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুতুব শরীফ দরবারের পশ্চিম পাশে হাম্বার কোণ নামক স্থানে ডাকাতির ঘটনাটি ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মত ব্যবসায়ী হাশেম দোকান বন্ধ করে চালানের টাকা নিয়ে একা বাড়ি ফিরছিলেন। কুতুব শরীফ দরবারের পশ্চিম পাশে হাম্বার কোণ এলাকায় পৌঁছলে পূর্বে থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের একদল ডাকাত তার ওপর ঝাঁপিয়ে পড়ে হাতে থাকা টাকার বেগটি ছিনিয়ে নেয়।
এ সময় হাশেম দক্ষিণ ধুরুং নয়া পাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে নাঈম (২৫) কে চিনতে পারায় তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে। সার ডিলার হাশেমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসায় ডাকাত দল টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত হাশেমকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এদিকে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy