বিশেষ প্রতিবেদক,কুতুবদিয়া(২৫ জানুয়ারী) :: কক্সবাজারের কুতুবদিয়ায় দুই স্কুল ছাত্রকে নিজের দোকান ঘরের পেছনে আটকে রেখে বলৎকারের ঘটনায় আটক কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫জানুয়ারী) কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালার বিরুদ্ধে নৈতিকতা বিবর্জিত কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তাই দলীয় স্বার্থে তাকে দল হতে সাময়িক বহিষ্কার করা হলো।
এদিকে শহিদুল ইসলাম লালাকে কুতুবদিয়া উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক পদ হতে স্থায়ী বহিষ্কারের কথা জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর।
তিনি বলেন, যেহেতু নেক্কারজনক বিষয়টি দিবালোকে ষ্পষ্ট। তাই এরকম নৈতিকতা বিবর্জিত চরিত্রহীন একজন ব্যক্তি উপজেলা শিল্পকলা একাডেমীর কোন পদে দায়িত্ব পালন করার প্রশ্নই উঠে না।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বলৎকার করার ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে কুতুবদিয়া থানা পুলিশ শহিদুল ইসলাম লালা (৪৮) ও তার সহযোগী নওশাদ (২২ ) কে আটক করে জেল হাজতে প্রেরণ করে। ভিকটিম দুই শিক্ষার্থী কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তাদের পরিবার থেকে জানানো হয়েছে।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy