নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৮ জানুয়ারি) :: কক্সবাজারের কুতুবদিয়ায় লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নিমার্ণ কাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী।
বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসীর পক্ষে স্থানীয় আওয়ামীলীগের প্রবীন নেতা মকবুল আহমদ সিকদার।
অভিযোগকারী মকবুল আহমদ বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকর্মী। বঙ্গবন্ধুর সাথে দেশ-বিদেশ গমন করেছি।বঙ্গবন্ধু আমাকে ভালোবাসা দেখাইয়া স্কুলটি প্রদান করিলে আমি উক্ত স্কুলের জন্য জমি দান করি।
বর্তমানে বিদ্যালয়টি স্কুল কাম সাইক্লোন সেল্টার হিসেবে নতুনভাবে নির্মিত হচ্ছে। এটি জনগণ এবং দেশের সম্পদ। কিন্তু অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে স্কুলটি তৈরি হচ্ছে সিডিউল বহির্ভুত লবণাক্ত ও পাহাড়ের মাটি দ্বারা তৈরী নিম্ন মানের ইট ও বালি দ্বারা। তাই আমি অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করে ভবনটি তৈরির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি,বলেন তিনি।
এদিকে স্কুল ভবন নিমার্ণকারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের কুতুবদিয়ার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মফিজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দূর্গম এলাকায় কাজ করতে অসুবিধা হয়। অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। এর বেশি কিছু বলতে রাজি হননি।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এলকার সচেতন মহল মনে করেন, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকে বির্তকিত করার জন্য এক ধরনের অসাধু মুনাফালোভী ব্যবসায়ীরা নিম্নমানের কাজ করে যাচ্ছে।
তাই এ ব্যাপারে দ্রুত প্রদক্ষেপ নিতে সংশ্লীষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy