নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৭ জুন) :: কুতুবদিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী।
গত ২৬ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা পরিষদের সামনে আজম সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকান ও স্থাপনাসমূহ ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য দখলবাজদের নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে নিয়ে যায় বলে দখলদার নুরুল আবছার জানান।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় ইউএনও সুজন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম,সহকারি শিক্ষা অফিসার মোঃওমর ফারুক ও অন্যান্য কর্মকর্তাগণ।
২৭ জুন (বুধবার) অবৈধ সব স্থাপনা সরিয়ে নিয়ে জায়গা দখলদাররা নিজ উদ্যোগে। এতে সরকারের অর্ধ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
এতদিন এসব জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর তৈরি করে ভোগ করছিল স্থানীয় কিছু ব্যক্তি।
Posted ১১:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy