এম নজরুল ইসলাম কুতুবদিয়া :: কুতুবদিয়া দ্বীপে একরাতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ধূরুং, কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, দক্ষিণ ধুরং ইউনিয়নের আমির হামজার ছেলে কবির আহমদ (৪৫), শাকের উল্লাহর ছেলে নুরুল কাদের (৩৮),মৃত ঠান্ডা মিয়ার ছেলে আবুল কালাম(৫৩), মোঃ কালু মিয়ার ছেলে আলি আকবর (৪৫), কৈয়ারবিল ইউনিয়নের মৃত লাল মিয়ার ছেলে মফিজুল আলম (৫৭) মোঃ কালুর ছেলে জয়নাল (৪২) ও আলি আকবর ডেইল ইউনিয়নের মৃত আনোয়ার নুরের ছেলে জাকির আলম (৪০)।
কুতুবদিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy