নজরুল ইসলাম,কুতুবদিয়া(৯ মার্চ) :: সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। দ্বীপে বিগত আড়াই বছর কোন ধরনের খুন-খরাবির মত অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটলেও বিগত কয়েক মাসে ঘটেছে ছিনতাইসহ মারামারি ও কোপাকুপির বেশ কিছু ঘটনা। আবার কিছু কিছু জায়গায় বেড়েছে কিশোর গ্যাং এর উৎপাত। এ নিয়ে দ্বীপের শান্তি প্রিয় মানুষের মনে দেখা দিয়েছে দূর্ঘটানার শঙ্কা।
অনুসন্ধানে দেখা যায়, বিগত আড়াই বছরে কোন ধরনের খুন-খারাবি হয়নি দ্বীপে। কিন্তু থামেনি চুরি, ছিনতাই, মারমারি ও কাটাকাটির মত ঘটনাগুলো। সামন্য বিষয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় ব্যবহার করা হচ্ছে ধারালো অস্ত্র। কোপানো হচ্ছে এলোপাতাড়িভাবে।
গত ১৮ ফেব্রুয়ারী উপজেলার বাতিঘর এলাকায় ঘুরতে গিয়ে সন্ধ্যায় ছিনতাইয়ের কবলে পড়ে মোবাইল ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র হারায় এক এসএসসি পরীক্ষার্থী। এসময় সন্ত্রাসীরা ওই ছাত্রকে ছুরি মেরে গুরুতর আহত করে।
এরপর গত ৩ মার্চ উপজেলার আলী আকবর ডেইল সন্ধীপি পাড়ায় কেরাম খেলাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দেখা গেছে, সন্ত্রাসীরা নিরহকে মেরে আদালতে উল্টো মামলা দায়ের করার ঘটনাও। এসময় নিরহ ব্যক্তিদের পক্ষে স্বাক্ষী দেওয়ার মানুষও খোঁজে পাওয়া যায়নি। স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় পিঠিয়ে রক্তাক্ত করার ঘটনাও ঘটেছে অনেক সময়।
থানা সূত্রে জানা যায়, নতুন বছরের শুরু থেকে এ পর্যন্ত কুতুবদিয়া থানায় মামলা হয়েছে ২৪টি। দায়ের করা অভিযোগগুলো অফিসারদের দিয়ে নিষ্পত্তি করা হচ্ছে থানায়। এছাড়া থানায় যোগদান করা প্রায় অফিসার নতুন। কুতুবদিয়া সর্ম্পকে যাদের অনেকেরই ধারণা নেই।
দ্বীপের সচেতন মহল জানান, বিগত বছরগুলোতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ারমত। যে কারণে সন্ত্রাসীরা কিছু করার সাহস পায়নি। ফলে কুতুবদিয়া থানায় কমে গেছে মামলার সংখ্যা। ছোট-খাট ঘটনায় থানায় মামলা না হওয়া ও পুরাতন অফিসারদের বদলিকে পুুঁজি করে বিগত বছরগুলোতে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।
দ্বীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধির আহবান জানান তারা।
তবে সন্ত্রাসী যত বড়ই হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রতিজ্ঞা করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy