নজরুল ইসলাম,কুতুবদিয়া(৪ ফেব্রুয়ারী) :: কুতুবদিয়া মহিলা কলেজ ও উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য সোলার বেইজড নিরাপদ পানির উৎস স্থাপন করে নিরাপদ পানির ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর।
কুতুবদিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির উৎসটি স্থাপন করে দেন তিনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে কুতুবদিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে স্থাপিত সোলার বেইজড নিরাপদ পানির উৎসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় তিনি কুতুবদিয়া মহিলা কলেজের জন্য একটি সোলার ও একটি কম্পিউটার দেয়ার আশ্বাস প্রদান করেন।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকাল চারটায় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়েও একটি সোলার বেইজড নিরাপদ পানির উৎসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান জানান, পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পটির দ্বারা মহিলা কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অভ্যন্তরীন পানির সংকট নিরসন হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।
ইউএনও জিয়াউল হক মীর জানান, কক্সবাজার জেলার জন্য বরাদ্দকৃত পল্লী অঞ্চলে দুইটি পানির উৎসের মধ্যে একটি কুতুবদিয়া মহিলা কলেজ ও উত্তর বড়ঘোপ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে অন্যটি কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,মুসল্লীসহ এলাকাবাসীর নিরাপদ পানির সংকট নিরসন করবে।
Posted ১২:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy