নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৬ আগস্ট) :: কুতুবদিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী খোকন (৪২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান।
শহীদুল ইসলাম চৌধুরী খোকন কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার বাড়ির মরহুম ডা. জাবের আহমদ চৌধুরীর ছোট সন্তান এবং কুতুবদিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলের ছোট ভাই।
তিনি দীর্ঘদিন থেকে থ্যালাসেমিয়া রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, ভাই-বোন অসংখ্য স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ রবিবার বিকাল সাড়ে ৫ টায় কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে হলে জানিয়েছেন মরহুমে বড় ভাই কুতুবদিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল।
Posted ৮:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy