নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৬ ডিসেম্বর) :: বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম কুতুবদিয়া সফরে আসছেন ২৭ ডিসেম্বর (শুক্রবার)।
এদিন তিনি উপজেলার বড়ঘোপ সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন এবং দ্বীপটির সার্বিক বিষয়ে খোঁজ খবর নিবেন।
উল্লেখ্য আবু হেনা মোঃ রহমাতুল মুনিম কুতুবদিয়ার সাবেক ইউএনও।
তিনি ১৯৯৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০০ সালের ৩ অক্টোবর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন।
এর আগে জ্বালানি, বিদ্যুৎ ও তথ্য সচিবের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন কুতুবদিয়ার কৃতি সন্তান আ.ম.ম নাছির উদ্দিন।
Posted ৬:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy