বার্তা পরিবেশক(২৯ জানুয়ারী) :: আমাদের কক্সবাজারে চাষীদের উৎপাদনের তালিকায় লবণচাষই প্রথম স্থান দখলে আছে।
লবণ বা নুন হলো খাদ্যে ব্যবহৃত এক প্রকারের দানাদার পদার্থ যার মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)। এটি প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য।
যদিও মৌসুমবেদে লবণ চাষ করা হয়।সাধারণত লবণ চাষ শুরু হয় অগ্রহায়ণ থেকে বৈশাখের শেষ পর্যন্ত।আবহাওয়ার দিকটা মাথায় নিয়ে’ অগণিত হিসাব নিকাশ সামনে রেখে চাষ শুরু করা হয়।
তবে আবহাওয়ার তাৎক্ষণিক পরিবর্তনের ফলে নানা প্রকার সমস্যায় পড়তে হয় প্রতিনিয়ত। বিশেষ করে পৌষ থেকে মাঘ মাসে আকাশে কুয়াশার আবরণ বেশি দেখা যায় এমনকি সূর্য উঠার সত্বেও সূর্যের কিরণ বিহীন কেটে যায় দিন, রোদের দেখা মিলে না ফলে লবণ চাষে উৎপাদনে ব্যাঘাত ঘটে।
আবহাওয়ার পরিবর্তনের ফলে এটাই নিশ্চিত দেওয়া কঠিন হয়ে পড়ে যে বৃষ্টি ঠিক কোন সময়ে পতিত হবে।যদিও চৈত্র মাসে বৃষ্টি দেখা না দিলেও মাঝে মাঝে অনেকাংশে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি দেখা যায়।
বিশেষ করে চাষীদের অম্লান মুখ তখনিই দেখা যায়, যখন বৃষ্টিবিহীন মেঘলা আকাশ টানা ২-৩ দিন এভাবেই চলে যায়।লবণ চাষ যেহেতু নির্দিষ্ট সময়ের সীমার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অনেকাংশে আবহাওয়ার উপর নির্ভর করে।
খেয়াল করলে দেখতে পারবেন, আজ থেকে ৫/৭ বছর আগের তুলনায় বর্তমান সময়ে জমির মূল্য এবং শ্রমিকদের পারিশ্রমিক মূল্য অনেক গুন বেড়ে গেছে তবে সময়ের সাথে উৎপাদিত পণ্য লবণের মূল্য ঠিক তেমনি ভাবে বৃদ্ধি পায়নি বরং মাঝে মাঝে নির্দিষ্ট মূল্যের ছেয়ে কমতে দেখা যায়।
যার ফলে লবণ চাষীরা লবণের ন্যায্যমূল্য ফিরে পেতে আন্দোলন ডাক দেয়। এটি কিছুদিন আগেও দেখা গেছে, হ্যা এটাই বাস্তবতা।বড় কথা হচ্ছে এসব কিছুর পরেও যদি প্রাকৃতিকভাবে আবহাওয়া বিরূপ হয়ে যায় তাহলে কৃষকদের নিশ্চিত লোকসানের চিন্তায় মুখ দুঃখে, ভারাক্রান্তে এমনিতেও শুকিয়ে যাওয়ার অবস্থা তো থাকবেই।
ঐ মৌসুমে আকাশ যেমন অম্লান থাকে,চাষীদের মুখটাও তেমন অম্লান হয়ে যায়।কারণ এটা শুধু চাষীদের মুখ অম্লান হওয়ার গল্প নয়!
গল্পটা একটা পরিবারের বরণ পোষণের,কয়েকটা স্বপ্ন বাস্তবায়ন করার প্রয়াস,আরপরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জনের যুদ্ধ।
সেজন্য কি ঘাম ঝরানো পরিশ্রমে টাকাটা -লোকসানবিহীন উপার্জন করাই মুখ্য উদ্দেশ্য নই?
লেখক : শফিকুল ইসলাম নয়ন
উপজেলা: মহেশখালী।
স্টাডি: ডিপ্লোমা ইন সিভিল ইন্জিনিয়ারিং টেকনোলজি।
ফেসবুক: Abir Si Noyan
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy