প্রেস বিজ্ঞপ্তি :: সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় কক্সবাজারে পরিচালিত প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের কার্যক্রম কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সচেতনতা অবলম্বন শর্তে প্রশাসন পুনরায় এর কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন যা প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়|
বৃহস্পতিবার সকালে শহরের একটি হোটেলে এ বিষয়ক একটি সমন্বয় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, “ভোকেশনাল বা দক্ষতা উন্নয়ন কার্যক্রমে আরো বেশি করে বিনিয়োগ করা প্রয়োজন যা মূলত জাতীয় প্রবৃদ্ধিতে প্রতিফলন ঘটাতে সহায়তা করবে”।
“এই প্রকল্পের মেয়াদ ছিল ডিসেম্বর ২০২০ পর্যন্ত। কিন্তু কোভিড-১৯র কারণে কার্যক্রম বন্ধ থাকায় এখন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত। সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে আরো সহায়তা আনার চেষ্টা করবে, যাতে করে আরেকটি ফেইজ পর্যন্ত এই প্রকল্প চালিয়ে নেওয়া যায়”।
সভায় সভাপতিত্ব করেন মোঃ কামাল হোসেন, জেলা প্রশাসক, কক্সবাজার। তিনি বলেন, “রস্ক কার্যক্রম কক্সবাজারের জনগোষ্ঠীর জন্য একটি আশীর্বাদস্বরূপ। তারা কাজ চায় কিন্তু পায় না। কারন কাজের জন্য দক্ষতা অর্জন করা জরুরী। আর দক্ষতা অর্জনের জন্য এরকম প্রকল্পের আওতায় তারা যুক্ত হতে পারে। সেক্ষেত্রে এই সুযোগকে ঠিকমত কাজে লাগাতে হলে এখানকার জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত জরুরী”।
সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর বন্দনা রিসাল বলেন, “বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রোগ্রামের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। এটা খুবই খুশির খবর যে, সরকার পুনরায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে। আমাদের লক্ষ্য থাকবে নির্ধারিত সময়ের মধ্যেই কক্সবাজারের ঝরে পড়া যুবাদের প্রশিক্ষণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো”।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), প্রাথমিক শিক্ষা কার্যক্রম এবং রতন চন্দ্র পণ্ডিত, অতিরিক্ত সচিব (উন্নয়ন), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই সাথে আরো উপস্থিত ছিলেন রস্ক ফেইজ-২ প্রকল্প পরিচালক মোঃ মাহবুব হাসান শাহীন, সেভ দ্য চিলড্রেনের রস্ক ফেইজ-২ প্রকল্পের উপ পরিচালক কাজী সুলতান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রকল্পের আওতাধীন সকল প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের জন্য কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দেওয়ার প্রতি জোর দেন। তাছাড়াও যারা প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য ঋণের নেওয়ার ব্যবস্থা করে দিতেও কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বিশ্বব্যাঙ্কের সহায়তায় পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রস্ক-২ প্রকল্পের মাধ্যমে সারা দেশের ৫৪টি উপজেলায় ১৭৪০০ কিশোর-কিশোরীদের বাজার চাহিদাভিত্তিক বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর আগমনে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা ও উন্নয়নের কথা চিন্তা করে কক্সবাজারের ৮টি উপজেলা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে ইতোমধ্যে ৩,৫০০ শিক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy