হেলাল উদ্দিন টেকনাফ(৩০ জুলাই) :: টেকনাফ স্থলবন্দরে ঈদুল-আযহা কোরবানীর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।ফলে ওই সময় বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্যসামগ্রী আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক এহতেশামুল হক বাহাদুর ও টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো নাছির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইঢেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, করোনাভাইরাস আতঙ্কের পর থেকে স্থলবন্দর জুড়ে কাঠের বিশাল স্তুপ পড়ে রয়েছে।
তবে উসুল আদায় করা পণ্য আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছি ব্যবসায়ীদের সুবিধার্থে।
এ প্রসঙ্গে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো. নাছির উদ্দিন বলেন, করোনাভাইরাসের ক্রান্তিকালে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার ৩১ জুলাই থেকে ২ আগস্ট রবিবার পর্যন্ত বন্দরের সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে ৩জুলাই সোমবার থেকে স্থলবন্দরে পণ্য খালাস ও উঠা-নামা পুনরায় শুরু হবে।কিন্তু বন্দরে থাকা পণ্য সামগ্রীর উসুল আদায় করা থাকলে জরুরি ভিক্তিতে পণ্যসমূহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
Posted ১১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy