সংবাদ বিজ্ঞপ্তি :: খ্রিস্টান সম্প্রদায়কে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,কক্সবাজার জেলা শাখা।
শুক্রবার দেওয়া এক বড়দিনের এক শুভেচ্ছা বাণীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্যীস্টান ঐক্য পরিষদ,কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “শুভ বড়দিন উপলক্ষে আমরা কক্সবাজার সহ দেশ-বিদেশের সব খৃস্ট ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। সত্য-ন্যায়ের পথ প্রদর্শক যীশুখৃস্ট এদিনে জন্মগ্রহণ করেন। খৃস্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ। সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে মহামানবরা মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে। মহান যীশুখৃস্টও একইভাবে তাদের অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।”
নেতৃবৃন্দ আরো বলেন, “শুভ বড় দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছ। মানুষ হিসেবে আমাদের কর্তব্য- দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া, হিংসা-বিদ্বেষ পরিহার হরে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া।”
শুভেচ্ছা বার্তায় স্বাক্ষরকারীরা হলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,যুগ্ম সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,ডা: পরিমল কান্তি দাশ,ডালিম বড়ুয়া,স্বপন গুহ,মুকুল কান্তি দাশ সহ জেলার সকল অঙ্গ সংগঠন সমুহ।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy