সোয়েব সাঈদ,রামু(১৩ আগষ্ট) :: ‘গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ’ এর কথা এখন বইয়ের পাতায় থাকলেও বাস্তবে খুব কমই চোখে পড়ে। গ্রাম বাংলার মাঠে-প্রান্তরেও এখন আর শত শত গরুর বিচরণ চোখে পড়ে না।
তবে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের চর নামক বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় এখনো প্রতিনিয়ত অসংখ্য গরু-ছাগল বিচরণ চোখে পড়ে।
গরু-ছাগল বিচরণের অপরুপ দৃশ্যটি সম্প্রতি ক্যামেরাবন্দি করেছেন সোয়েব সাঈদ।
Posted ৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy