হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি(২৩ জুলাই) :: রামুর গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এএসআই মনজুর ইলাহীর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে সাড়াশিঁ অভিযান চালিয়ে সোমবার রাতে গর্জনিয়ার টাইম বাজার থেকে এক জন সাজা প্রাপ্ত পালাতক আসামী আটক করেছে।
আটক কৃত ব্যক্তি হলেন গর্জনিয়া টাইম বাজার এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৫)।
অভিযানে নেতৃত্ব দানকারী আলোচিত পুলিশ অফিসার মনজুর ইলাহী জানান, আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলায় ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার মামলা নং সিআর ৯৬/২০১৩।
পুলিশ জানিয়েছেন আটক কৃত আসামী কে আদালতে প্রেরন করা হয়েছে।