হাফিজুল ইসলাম চৌধুরী(২৪ জুলাই) :: রামুর গর্জনিয়ার আলোকিত নারী ও গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্টাতা-প্রয়াত আলহাজ্ব নাজের চৌধুরীর সহধর্মীনি আলহাজ্ব নূর নাহার চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ।
তিনি তিনি দীর্ঘ চার বছর মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০১৫ সালের ২৪ জুলাই জুমাবার সকাল ১০ টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে ৬১ বছর বয়সে মারা যান।
নুর নাহার চৌধুরী গর্জনিয়া ইউনিয়নের রূপকার প্রয়াত আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর দ্বিতীয় কন্যা। ২০০৮ সালে গ্রামীন নারী দিবসে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা মনোনীত হন তিনি। এলাকায় নারীদের সার্বিক উন্নয়নের পাশাপাশি সমাজ জীবনে নূর নাহার চৌধুরী অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তিনি গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে দুইবার সদস্যা নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে নূর নাহার চৌধুরীর তিন ছেলে ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন বেঁচে আছেন।
বড় ছেলে কক্সবাজার মা ও শিশু হাসপাতালের প্রতিষ্টাতা সদস্য মো.সাইফুল্লাহ চৌধুরী লেবু আমেরিকা প্রবাসী, মেঝ ছেলে মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু এনজিও সংস্থায় আর ছোট ছেলে চট্টগ্রাম ডায়বেটিস হাসপাতালের আজীবন সদস্য আমিন উল্লাহ জিকু চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালের একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন।
মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আত্মার মাগফেরাত কামনায় পরিবার ও আলহাজ্ব নাজের নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy