কক্সবাংলা ডটকম :: গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৪৫জন চিনা সেনার মৃত্যু হয়। রাশিয়ার সংবাদ সংস্থা তাস তেমনই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট বলছে ২০২০ সালে ১৫ই জুন যে সংঘর্ষের পরে ২০ জন ভারতীয় সেনা মারা গিয়েছিল, সেই সংঘর্ষেই খতম করা হয়েছিল ৪৫ জন চিনা সেনাকে। দুই পক্ষই হামলার আগে ৫০ হাজার ট্রুপ পূর্ব লাদাখে মোতায়েন করে রেখেছিল।
উল্লেখ্য, গালওয়ানে ভারত-চিন সংঘাতে চিন কখনই তাদের সেনাবাহিনীর মৃত্যুর কথা স্বীকার করেনি। অবশেষে ফাঁস হল সেই তথ্য।
চিনের দাবি ছিল তাদের ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। তবে তারা ভারতের ২০ জন সেনাকে শহিদ করে বড় ক্ষতি করতে পেরেছে। তাদের দাবি যে ভুয়ো ছিল, তা সংবাদসংস্থা তাসের রিপোর্টেই দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেল। সেই সঙ্গে প্রমাণিত হল চিনের দ্বিচারিতা। গালওয়ান সংঘর্ষ ঘটার দীর্ঘদিন পরেও চিন সরকার হতাহতের সংখ্যা তুলে ধরতে পারেনি।
আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী, কতজন সেনা মারা গিয়েছে তা ধামাচাপা দেওয়ার জন্যই চিন মুখ খোলেনি। কারণ তাহলে বেজিংয়ের ভয়াবহ ভুল সামনে চলে আসতে পারে।
আমেরিকার ব্রেইটবার্ট নামে এক সংবাদ সংস্থা জানায়, মৃতদের পরিবারের লোকজন চিনের নিজস্ব সোশ্যাল মিডিয়া ওয়েইবো-তে ক্ষোভের কথা জানিয়েছিলেন। কিন্তু সরকার থেকে তাঁদের নানাভাবে ভয় দেখানো হয়। চিনের ভয়, পিপলস লিবারেশন আর্মির সৈনিকদের মৃত্যুর খবর সারা বিশ্বে জানাজানি হলে সরকারকে লজ্জায় পড়তে হবে।
চিনের সরকার জানায়, করোনা সংক্রমণের ভয়েই দেহগুলি পুড়িয়ে ফেলা হচ্ছে। কিন্তু মৃতদের পরিবারের লোকজনের ধারণা, সরকার সেনাদের মৃত্যুর কথা গোপন করতে চায়।
তবে আপাতত প্যাংগং লেকের দুই প্রান্ত থেকে সেনা সরানোর উদ্যোগ নিয়েছে দুই দেশ। ভারতীয় সেনা সূত্রে খবর মিলেছিল পিএলএ-র সেনার প্রায় ১০ হাজার ট্রুপ প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে অবস্থান করছে। রয়েছে ১০০টি ট্যাংক, ৫০টি ইনফ্যান্ট্ররি কমব্যাট ভেহিকল, আর্টিলারি ও এয়ার ডিফেন্স সিস্টেম। রেচিন লা পাসের কাছে সাজানো হয়েছিল অত্যাধুনিক ZTZ-99 ট্যাংক। ছিল ZTZ-88 ট্যাংক, ZTZ04A ইনফ্যান্ট্ররি কমব্যাট ভেহিকল, মর্টার, অ্যান্টি ট্যাংক অস্ত্র।
তবে বৃহস্পতিবার দুদেশের মধ্যে যে সমঝোতা সূত্র তৈরি হয়েছে, তার ভিত্তিতে চিন সেনা ও অস্ত্র সজ্জিত গাড়ি সরিয়ে নেবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য প্যাংগং হ্রদের দুই পাশ থেকে সেনা সরিয়ে নিচ্ছে ভারত ও চিন। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনে একথা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বিবৃত ইঙ্গিত দিয়েছে যে প্যাংগং হ্রদে সেনা মোতায়েন নিয়ে দুই দেশের আলোচনা ফলপ্রসু হয়েছে। সেই কারণেই দুই দেশ মিলিতভাবে এই সিদ্ধান্তে এসেছে।
Posted ৩:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy