বার্তা পরিবেশক :: গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ এর যুগ পূর্তি উপলক্ষ্যে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৩ ডিসেম্বর সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
সংগঠনের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন, সমাজ সংগঠক হাজী ফোরকান আহমদ ও সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি ও কক্সবাজার খবর বিডি’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক আনোয়ার হাসান চৌধুরী।
উপস্থিত ছিলেন গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ এর সংগঠক নুরুল ইসলাম, আনোয়ার হোসেন সওদাগর, সংগঠক মো: গিয়াস উদ্দিন, তানভীর হোসেন, নিলয় দাশ, মো: সানী ও শাহেনা আক্তার প্রমুখ।
সভা শেষে অতিথিগণ একযুগ পূর্তির কেক কাটেন।
পরে অতিথিগণ ও সংগঠন নেতৃবৃন্দ মেয়র মুজিবুর রহমান, চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন ও সংগঠক আবদুর রহিম বাবুকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
সভায় মেয়র মুজিবুর রহমান বলেন, গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ পরিবেশ ও জনকল্যাণে কাজ করে আসছে। কক্সবাজারের পরিবেশ’সহ সার্বিক উন্নয়নে তিনি সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
Posted ১১:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy