আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি ::কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ ঘুমধুমের রেজু পাড়া বিওপির জোয়ানদের অভিযানে মায়ানমার থেকে আনা বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করতে সক্ষম হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযানের অংশ হিসেবে টহল কমান্ডার তাজুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ভালুকিয়া হারুন মার্কেট নামক স্থানে হতে অবৈধ বিদেশি সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের কাউকে গ্রেপ্তার সম্ভব হয়নি বলে বিজিবি জানান।
জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ৩০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন (৩৪ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী।
আটককৃত মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
Posted ৩:২১ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy