আবদুল হামিদ,বাইশারী :: নাইক্ষ্যংছড়ি উপজেলার থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নিদর্শনায় ও ঘুমধুম তদন্ত কেন্দ্র ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে ৩হাজার ৫শ পিস ইয়াবা ও ৫০ লাখ টাকার ৬টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উখিয়া থানা’র হলুদিয়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আলমের ছেলে ১। রফিক উদ্দিন( ২৪) চট্রগ্রাম রাঙ্গুনিয়া চন্ডী সওদাগর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু বাবুল বিশ্বাসের ছেলে ২।নারয়ন বিশ্বাস (৩৩)।
রবিবার (২০) ডিসেম্বর সকাল সাড়ে দশটার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া ও দক্ষিন ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে স্বর্ণ ও ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন মাদক নির্মুলে পুলিশের কোন আপোষ নেই ও অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy