এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে রোববার (১৭ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানে স্থানীয় সরকার দিবসের শুরুতে এদিন সকাল১০টায় চকরিয়া উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ‘সুগন্ধা’ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ড সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ ( চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা , চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।
উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার দিবসের র্যালি পরবর্তী আলোচনা সভায় অংশ নেন কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের, হারবাং ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব বুলেট, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, ডেমুশিয়া ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন আহমদ চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন স্থানীয় সরকারের উন্নয়ন অগ্রগতির সুফল নিয়ে মাঠপর্যায়ের জনসচেতনতা তৈরি এবং ইউনিয়ন থেকে উপজেলাপর্যায়ো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগনের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে দিবসটি পালন করা হচ্ছে।
বর্তমান সরকারের আমলে দেশে প্রথমবারের মতো এই দিবসটি পালিত হচ্ছে। সরকার শহর থেকে গ্রামপর্যায়ে জনগণের কল্যাণে উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার জন্য স্থানীয় সরকার গঠনকে আরো বেশি গতিশীল করেছে সরকার। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি জনপদে স্থানীয় সরকার পরিষদের মাধ্যমে টেকসভ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন বর্তমান সরকার।
ইউএনও জেপি দেওয়ান বলেন, স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কতৃপক্ষ সরকারের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। গ্রামীণ জনপদে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো স্থানীয়পর্যায়ের সামাজিক, পারিবারিক বিরোধ সমাধানেও বলিষ্ঠ ভুমিকা রাখছে স্থানীয় সরকার কাঠামো। আমরা মনে করি, টেকসই উন্নয়ন ও গ্রাম আদালতে সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে। নিজের অবস্থান থেকে স্থানীয় সরকারকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করতে হবে।
Posted ১০:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy