মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ার আলোচিত আমির হোছেন হত্যাকান্ডের অন্যতম আসামী আবদুর রহমান প্রকাশ আব্দুর রহিম (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপের মৎস্যঘের এলাকা থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুর রহমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুমখালী এলাকার ইউছুপ মিয়ার ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমির হোছেন হত্যাকান্ডের অন্যতম আসামী আবদুর রহমান প্রকাশ আব্দুর রহিমকে গ্রেপ্তার করতে পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে।
কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আবদুর রহমান বারবার ছিটকে যায়।
পরে চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার মৎস্যঘেরে আসামী আবদুর রহমান আত্মগোপনে রয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসে।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আবদুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এদিন দুপুরে আসামী আবদুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালতে আবদুর রহমানকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ মে রাত ৮টার দিকে আমির হোছেনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে নৃসংশভাবে হত্যা করে আবদুর রহমানসহ ১০/১২জন সন্ত্রাসী।
এ ঘটনার পর ২৬মে নিহত আমির হোছেনের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদি হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে এক নাম্বার ও ধৃত আবদুর রহমানকে দুই নাম্বার আসামী করে স্থানীয় ইউপি মেম্বারসহ ১০/১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করে।
এই মামলায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে বর্তমানে এলাকায় অবস্থান করছেন।
Posted ১:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy