প্রেস বিজ্ঞপ্তি(২০ জুন) :: চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা ইউয়নের দক্ষিণ লোটনী কেন্দ্রী জামে মসজিদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কে সভাপতি স্বপদে বহাল রয়েছে।
রাজিবুল ইসলাম মো: মোস্তাক সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ার লিয়াকত আলীকে নতুন ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত জুমাবার লোটনী কেন্দ্রী জামে মসজিদে এই কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক কমিটির ক্যাশিয়ার জনাব এম শামসুল আলম মেম্বার, আহামত কবির, কবির আহামত সওদাগর, শ্রমিকলীগ চকরিয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক জমশেদ উদ্দিন বাবলু, লোটনী আল ইসলামিয়া এবতাদায়ী মাদ্রাসার সভাপতি খোকন মাহামুদ, সাধারন সম্পাদক কফিল উদ্দন, মাষ্টার নুরুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy