মো: ফারুক,পেকুয়া(২০ মে) :: কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে দূর্বৃত্তের হামলায় মোঃ আলা উদ্দিন (৩২) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোনাখালী বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি একই এলাকার মোস্তাক আহমদের ছেলে ও বাংলাবাজার ষ্টেশনের মুদির দোকানদার।
আহত ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মিজবাহ উদ্দিন ফেজু, আরমান রানা দিলু, শওকত উদ্দিন, ছোট মিয়া, ইয়াসিন ও তার পুত্র সুমন গরীব উল্লাহ, বাবুল এবং কাইছার আমার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় ব্যবসায়ীরা আমাকে উদ্ধার না করলেও প্রাণে হত্যা করে পেলত।
এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:০২ অপরাহ্ণ | রবিবার, ২০ মে ২০১৮
coxbangla.com | Chanchal Chy