মোঃ ফারুক,পেকুয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলা বাজার এলাকায় দুর্বৃত্তের দেয়া বিষে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিনগত রাতে জমিরের মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে।
মৎস্য প্রজেক্টের মালিক কোনাখালী ইউনিয়নের বাংলা বাজার এলাকার মুস্তাফিজুর রহমানের ছেলে জমির বলেন, একই এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে হাসান রশিদ ও মোঃ হোছাইনসহ আরো বেশ কয়েকজন আমাদের বৈধ স্লুইচ গেট দখল করতে গেলে বাধা প্রদান করায় বিগত কিছুদিন আগে আমাদের পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে আহত করে।
একই সাথে বাড়ি পুড়িয়ে দেয়ার পর গরু লুঠ করে নিয়ে যায়।
যার কারণে আমরা বিজ্ঞ আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটির তদন্তটি চলমান থাকাবস্থায় মামলা কেন করেছি তার কারণ জানতে চেয়ে নানাভাবে ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছিল।
তারই ধারাবাহিকতায় গতকাল দিনগত রাতে তাদের দুইজনের নেতৃত্বে আমজাত, মিজবাহ উদ্দিন, ইয়াসিন, দুলাল, নুরুল আমিন, খোরশেদ আলম, আবছার, মামুন, হারুণর রশিদ ও আবদুল মোনাফ সংঘবদ্ধ হয়ে রাতের আধারে আমাদের মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করেন।
সকালে উঠে দেখি আমাদের নানা জাতের প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করে পেলে তারা। তাদের সাথে আমাদের বিরোধ রয়েছে ঠিক আছে কিন্তু নিরহ মাছগুলোর কি দোষ ছিল।
আমি মনে করি আর্থিকভাবে পঙ্গু করতে তারা আমাদের উপর এমন জুলুম শুরু করলো। আমরা ক্ষতিগ্রস্তরা ছাড়াও এলাকার মানুষজন যারাই মৃত মাছগুলো দেখেছে তাদের চোখে পানি পড়েছে। নির্মম এই ঘটনা যারাই ঘটিয়েছে আমরা প্রশাসনের কাছে দাবী জানায় তাদের কঠিন শাস্তি প্রদান করা হউক।
Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy