এম.জিয়াবুল হক,চকরিয়া(২ জুলাই) :: চকরিয়া উপজেলার বাসিন্দা এক ট্রাক চালক ১০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত চালকের নাম নেজাম উদ্দিন (৩০) তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নূর আহমদের ছেলে।
চট্রগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃত নেজাম পন্যবাহি ট্রাকে করে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম আসছিলো।
বিষয়টি গোপনে জানতে পেরে শনিবার রাতে শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের একটি দল।
তিনি বলেন, ওইসময় গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে টুলবক্স থেকে প্যাকেটে মোড়ানো ১০ হাজার ইয়াবা বডি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত নেজাম উদ্দিনের বিরুদ্ধে নগরীর কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দিন।
Posted ১১:০৫ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy