মুকুল কান্তি দাশ,চকরিয়া:: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় ‘মায়ের দোয়া’ স্যানিটারী এন্ড হার্ডওয়ারে ‘আরএফএল’ শো-রুমের যাত্রা শুরু হয়েছে।
১২ জানুয়ারী মঙ্গলবার সকালে “আরএফএল” শো-রুমের উদ্ধোধন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আরএফএল কোম্পানীর এজিএম (মার্কেটিং) শরিফুল ইসলামের সঞ্চালনায় মায়ের দোয়া স্যানিটারী এন্ড হার্ডওয়ারের মালিক মো.ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জিএম মো.আবদুল কুদ্দুস মিয়া, জিএম মো.শহিদুল ইসলাম, ডিজিএম মো.নবিউল গনি ওসমান রোকন, হাজী আবদুল গফুর, ডিজিএম শেকর কুমার শাহ, শেকাব উদ্দীন, দোকান মালিক আলী হোসেন প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং শতাধিক স্যানিটারী ও টিউবওয়েল মিস্ত্রী উপস্থিত ছিলেন।
চকরিয়ার বরইতলী রাস্তার মাথার মায়ের দোয়া স্যানিটারী ও হার্ডওয়ারে সূলভ মূল্য স্যানিটারী পণ্য,পাইপ ফিল্টার, চকেট, টাইলস বিয়ারিং, ডায়মন্ড দাঁত ও কাঁটার সহ বিভিন্ন ইলেকট্রনিক মালামালসহ মেস্ত্রী ভাইদের প্রয়োজনীয় পণ্যাদি সূলভমূল্যে পাওয়া যাবে বলে জানান দোকানের মালিক মো.ইমাম হোসেন।
পরে কোম্পানীর পক্ষ থেকে টি-শার্ট, ক্যালেন্ডার, পাইপ রেস ও খাবার বিতরণ করা হয়েছে।
Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy