এম.জিয়াবুল হক,চকরিয়া(১৫ নভেম্বর) :: চকরিয়ায় এবার মরণব্যাধী ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন টগবগে যুবক চকরিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ফরহাদ (২৮)।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সবার হৃদয়কে না দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
ফরহাদ চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের ষ্টেশনপাড়ার মৃত ছিদ্দিক আহমদের পুত্র। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যুরকুলে ঢলে পড়েন তিনি। তরুন বেলাল উদ্দিন ফরহাদের অকাল মৃত্যুতে পরিবার থেকে শুরু করে প্রতিবেশি, বন্ধু-বান্ধব, শুভানুধায়ীসহ উপজেলাজুড়ে পরিচিত জনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চমেক হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনার পর গতকাল বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্থরের জনসাধারণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিবেশি, বন্ধু-বান্ধব, শুভানুধায়ীসহ বিপুল মানুষ অংশনেন।
এদিকে যুবলীগ নেতা ফরহাদের অকাল মৃত্যুতে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগ গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিদাতারা হলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদন জানান।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy