এম.জিয়াবুল হক,চকরিয়া :: চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের তিনটি দোকান। এতে অন্তত ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার ভোররাতে কোনাখালী ইউনিয়নের মধ্যম লতাবনিয়া এলাকায় ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
এ ঘটনায় মার্কেট মালিক আলহাজ ফরিদুল আলম বাদি হয়ে শুক্রবার চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এজাহারে লতাবনিয়া এলাকার এমরান, ইব্রাহিম, শাকিবুল ইসলাম, শেফায়েতুল ইসলাম ও জকরিয়াসহ ৫জনকে আসামি করেছেন।
চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যোবায়ের এজাহারটি তদন্তের জন্য মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদি আলহাজ ফরিদুল আলম।
মার্কেট মালিক ফরিদুল আলম এজাহারে দাবি করেন, বৃহস্পতিবার ভোররাতে তাঁর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। এতে তিনটি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি দোকানে মোট চার লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে থানার এজাহারে তিনি উল্লেখ্য করেছেন। পাশাপাশি এজাহারনামীয় আসামিরা এ ঘটনায় জড়িত আছে বলেও তিনি দাবি করেন।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy