মুকুল কান্তি দাশ,চকরিয়া(৪ জানুয়ারী) ::কক্সবাজারের চকরিয়ায় চুলার আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার বিকাল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের খোন্দকার পাড়ার নুরুল আবছারের বসত বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জিএম মহিউদ্দিন বলেন, শুক্রবার বিকালে নুরুল আবছারের বাড়িতে চুলায় রান্নার কাজ করছিলো গৃহকর্তী।
এসময় চুলার আগুন বাঁশের তৈরী বেড়াতে লেগে গেলে আগুন মুহুর্ত্বের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে।
এই আগুন পার্শ্ববর্তী বসতঘরগুলোতে ছড়িয়ে পড়লে সাতটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন,অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৭ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
Posted ১০:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy