মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে মো.মাহফুজুর রহমান প্রকাশ মনু (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
এসময় তার কাছ থেকে ৯’শ ৫০ পিস ইয়াবা বড়িও উদ্ধার করে।
শুক্রবার (২৭মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত মো.মাহফুজুর রহমান প্রকাশ মনু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত এবাদুল্লাহ ছেলে।
চকরিয়া থানা সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাহফুজুর রহমান প্রকাশ মনু ইয়াবা বিক্রির উদ্যোশে বদরখালী টোল প্লাজায় অবস্থান করছে বলে ওসি চন্দন কুমার চক্রবর্তীর কাছে সংবাদ আসে।
এই গোপন সংবাদ পাওয়ার সাথে সাথে ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে থানার এসআই এ.কে এম মোশারফ হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনুকে গ্রেপ্তার করে।
পরে তার দেহ তল্লাশি করলে ৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনুকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ইয়াবা বড়িও উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy