মুকুল কান্তি দাশ,চকরিয়া(৭ জানুয়ারী) :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১’শ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার রাত ৯টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশন ও পৌরসভার কোচ পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হালকাকারার আশেক মিয়ার ছেলে আমান উল্লাহ আরমান (২৫), চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডর কোচ পাড়ার নেজাম উদ্দিনের স্ত্রী হোসনে আরা (৩৮) ও উপজেলার বরইতলীর মোহাম্মদনগর এলাকার আবুল হোসেনের ছেলে মো.হাসান (২৩) ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো.রুহুল আমীন ও এসআই আবদুল বাতেনের নেতৃত্বে দুটি পুলিশ টিম বানিয়াছড়া ও পৌরসভার কোচ পাড়ায় অভিযান চালায়।
এসময় আরমান ও হাসানের কাছ থেকে ১’শ পিস ইয়াবা বড়ি ও হোসনে আরার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy