মুকুল কান্তি দাশ,চকরিয়া(৮ জানুয়ারী) :: কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ১৪’শ পিস ইয়াবা বড়ি ও একটি প্রাইভেট কার (ঢাকামেট্টো গ- ৩১-৭৪৭৫) জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়াস্থ আমতলী এলাকা থেকে ইয়াবাসহ তাদেও আটক করা হয়।
আটককৃতরা হলেন-বরিশালের মৌলাদী উপজেলার কাশিরচরের হাওলাদার বাড়ির মো.মোক্তার আলীর ছেলে মো.রবিউল হাওলাদার (২৮) ও শরিয়াতপুরের ডামুড্ডা উপজেলার সৈয়দবুক্তা এলাকার আবুল বাশার মাঝির ছেলে মো.নাসির হোসেন (২৭)।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) সাইদুল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পেয়ে মহাসড়কের আমতলী এলাকায় পুলিশ ফোর্স নিয়ে চেকপোস্ট বসানো হয়।
এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ওই স্থানে পৌছলে থামিয়ে তল্লাশির পর ১৪’শ পিস ইয়াবা বড়ি উদ্ধার হলে রবিউল ও নাসিরকে আটক করা হয়।
তিনি আরো বলেন, এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে সন্ধ্যায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy