এম.জিয়াবুল হক,চকরিয়া(৫ আগষ্ট) :: চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেন থানা পুলিশ। আটক যুবক মোঃ বোরহান উদ্দিন (২৬) ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন পাড়া গ্রামের ছৈয়দ আলমের ছেলে। রোববার বিকেল ৫টার দিকে নতুনপাড়া-রংমহল সড়ক থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এসআই গাজী মাঈন উদ্দিন জানান, ইয়াবা বেচাকেনা করছে এমন খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় নতুন পাড়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন যুবককে আটক করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডুলাহাজারা থেকে ৪০ পিস ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy