এম.জিয়াবুল হক,চকরিয়া(২৬ সেপ্টেম্বর) :: চকরিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০পিস ইয়াবা বডি উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে থানার এসআই সুকান্ত চৌধুরী ওই দুই যুবককে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা গ্রামের আবুল বশরের ছেলে হেলাল উদ্দিন ও মেধাকচ্ছপিয়া এলাকার ফজল করিমের ছেলে নুরুল আবছার।
চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, গ্রেফতারকৃত নুরুল আবছার ও হেলাল উদ্দিন পেশাদার মাদক বিক্রেতা। তাদেরকে গ্রেফতারে ইতোপুর্বে বেশ ক’বার অভিযান চালানো হয়।
সর্বশেষ সোমবার রাত সাড়ে আটটার দিকে খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা রাস্তার মাথা থেকে তাদেরকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, দুইজনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy