মুকুল কান্তি দাশ,চকরিয়া(২০ মার্চ) :: করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে কক্সবাজারের চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চকরিয়া পৌরসভার চিরিংগা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনা (ভুমি) তানভীর হোসেন।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমুল্যেও অধিক দাম নিচ্ছে বলে খবর পায়। বিশেষ করে পিয়াঁজ ও চাল ব্যবসায়ীরা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে কাঁচা বাজারে অভিযান চালানো হয়। পরে ২ চাল ব্যবসায়ী, ১ পিয়াঁজ ব্যবসায়ী ও ২ মুদির দোকানদারকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্য বেশি দামে বিক্রি না করার জন্য নির্দেশ ও পণ্যমূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন । এছাড়া ক্রেতাদের অতিরিক্ত পণ্য মজুদ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহয়োগিতা করেন চকরিয়া থানার এসআই ওয়াসিমের নেতৃত্বে একদল পুলিশ ও ভুমি অফিসের বাসু দেসহ অন্যান্য কর্মকর্তারা।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy