মুকুল কান্তি দাশ,চকরিয়া :: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চকরিয়া উপজেলা দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চকরিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিজস্ব অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ডা.রোকন উদ্দিন।
এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষক মাওলানা জসীম উদ্দিন, ফারিয়া চকরিয়া শাখার স্থায়ী পরিষদের প্রভাবশালী সদস্য মহিউদ্দিন, ফারিয়া চকরিয়া শাখার উপদেষ্টা জাহেদুল ইসলাম।
এই নির্বাচনে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
Posted ৮:১৯ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy