মুকুল কান্তি দাশ,চকরিয়া(১ অক্টোবর) :: কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনে অভিযান চালিয়ে একটি বন্দুক ও এক রাউন্ড রাইফেলের গুলিসহ নুরুল আমিন (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৫টায় রামপুর মৌজার চিলখালীস্থ জনৈক এহেছানুল কাদেরের ১০ একর বিশিষ্ট চিংড়ি ঘেরে থেকে অস্ত্রসহ ওই্ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সন্ত্রাসী নুরুল আমিন চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার মৃত দৌলত হোসেনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ চিংড়ি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় তৈরী একনলা বন্দুক, এক রাউন্ড রাইফেলের গুলিসহ নুরুল আমিনকে গ্রেপ্তার করে করে।
তিনি আরো বলেন, ধৃত নুরুল আমিনকে আসামী করে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই অরুণ কুমার চাকমা বাদি হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | সোমবার, ০১ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Chy