মুকুল কান্তি দাশ,চকরিয়া(৮ নভেম্বর) :: কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ ৭জনকে গ্রেপ্তারের পর ৩৬জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় ধৃত ৭জনসহ ২৪জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত দেখানো হয়েছে ১০ থেকে ১২জনকে। গত বুধবার মধ্যরাতে থানার এসআই মো.আলমগীর বাদি হয়ে গাড়ি ভাংচুর করে আতংক সৃষ্টি ও নির্বাচনের তফসিল ঘোষনা পরবর্তী নাশকতার পরিকল্পনা নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
বাদি এসআই আলমগীর বলেন, বুধবার রাতে উপজেলা ডুলাহাজারা বাজারে গাড়ি চলাচলে বাধা, গাড়ি ভাংচুর করে আতংক সৃষ্টির পর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যার খোকন মিয়ার বাড়িতে নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই নাশকতার পরিকল্পনা নিয়ে প্রস্ততি বৈঠক চলছিলো।
ওই বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে ৭জনকে আটক করা হয়। এসময় কৌশলে অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আটকদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy